বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করে যে নারী - ফাতিমা আল ফিহরি • Bangla Islamic Stories
ফাতিমা আল-ফিহরি ফাতিমা আল-ফিহরি আনুমানিক ৮০০ খ্রিস্টাব্দে, বর্তমান তিউনিসিয়ার কাইরাওয়ান শহরে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম ফাতিমা বিনতে মুহাম্মাদ আল- ফিহরিয়া আল-কুরাইশিয়া। তিনি উম্মুল বানীন বা ‘সন্তানদের মা হিসবে অধিক পরিচিত ছিলেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে পৃথিবীর প্রথম ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন তিনি। ফাতিমা আল ফিহরির বাবা মুহাম্মদ আল ফিহরি ছিলেন একজন সফল ধনী ব্যবসায়ী। তিনি ফাতিমা আল-ফিহরি এবং তার বোন মারিয়াম আল-ফিহরিকে ক্লাসিকাল আরবি ভাষা, ইসলামিক ফিক্হ এবং হাদিস শাস্ত্রের উপর পড়াশোনা করান।প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই ফেজ শহরেই ফাতিমার বাবা তাকে বিয়ে দেন। কিন্তু বিয়ের কয়েক বছরের মাথায়ই ফাতিমাদের পরিবারে দুর্যোগ নেমে আসে। অল্প সময়ের মধ্যেই তার বাবা, ভাই এবং স্বামী মৃত্যুবরণ করেন। রয়ে যান কেবল এতিম দুই বোন ফাতিমা এবং মারিয়াম। বাবার রেখে যাওয়া বিপুল পরিমাণ সম্পত্তির উত্তরাধিকার হয়েও বিলাসীতার জীবন ত্যাগ করে জনকল্যাণমূলক কাজে লাগানোর চিন্তা করেছিলেন| সে সময় ফেজ শহরে দেশ বিদেশ থেকে অনেক মুসলমান আসতো, কিন্তু ফেজ এর কেন্দ্রীয় মসজিদে তাদের জায়গা সংকুলান হতো না। তাই তা...